শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
32 C
Dhaka
Homeখেলাজমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল কাভা কাপ মেন্স ২০২৫

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল কাভা কাপ মেন্স ২০২৫

প্রকাশ: অক্টোবর ২২, ২০২৫ ৬:৩১

জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পর্দা উঠল সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপ মেন্স ২০২৫।ছয় দেশের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টটি আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান অংশ নিয়েছে।

বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। তিনি বলেন, বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এক দেশ। আমি আশা করছি এই টুর্নামেন্ট অনেক উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সবার অংশগ্রহণে সফল একটি টুর্নামেন্ট হবে। বিদেশী দলগুলোকে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। তিনি জানান, এরকম একটি টুর্নামেন্ট আয়োজন করা বাংলাদেশের জন্য অনেক গর্বের ব্যাপার।

ফারুক হাসান বলেন, এটা আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। বড় এক টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি। আমাদের ফেডারেশনের জন্য এটি একটি আন্তর্জাতিক মাইলফলক। আসুন আমরা সবাই মিলে এই টুর্নামেন্টকে সফল করে তুলি।

ভলিবল ফেডারেশনের সভাপতির আরও জানান, তাদের কমিটি দায়িত্ব নেওয়ার পর চারটি বড় টুর্নামেন্ট হয়েছে। তিনি আনন্দের সাথে ঘোষণা করেন যে, বাংলাদেশের মেয়েদের দল আগামী ডিসেম্বরে প্রথমবারের মতো মালদ্বীপে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু। তিনি বলেন, বাংলাদেশের ভলিবলের জন্য এক ঐতিহাসিক দিন আজ। এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের এক মাধ্যম। এই প্রতিযোগিতা তরুণ খেলোয়াড়দের উদ্দীপ্ত করবে। সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের ভলিবল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকরা উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর