বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
15 C
Dhaka
Homeখেলাবিশ্ব ফুটবলের চমকপ্রদ বছর হচ্ছে ২০২৫ সাল

বিশ্ব ফুটবলের চমকপ্রদ বছর হচ্ছে ২০২৫ সাল

প্রকাশ: ডিসেম্বর ২৩, ২০২৫ ১২:২৫

শেষের পথে ২০২৫, বিশ্ব ফুটবল নিয়ে ছিল এক অন্যরকম উৎসব।

মাঠের বাইরে-ভেতরে নানা রেকর্ড, নতুন ইতিহাসের সাক্ষী হয়ে ফুটবল প্রেমীরা উদযাপন করেছে একস্মরণীয় বছর। চলুন, চোখ বুলিয়ে দেখি কেমন ছিল ২০২৫ সালের ফুটবল বিশ্ব।

পর্তুগালের আন্তর্জাতিক সাফল্যের উজ্জ্বল ছাপ

২০২৫ সালে আন্তর্জাতিক ফুটবলে আলোচনার কেন্দ্রে ছিল পর্তুগাল। স্পেনকে পরাস্ত করে দ্বিতীয়বার উয়েফা নেশনস লিগ জয়ের গৌরব অর্জন করে দেশটি। ফাইনালে ট্রফি হাতে তুলে নেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া অনূর্ধ্ব-১৭ ইউরো ও অনূর্ধ্ব-১৯ ফুটসাল ইউরোতেও পর্তুগালই চ্যাম্পিয়ন।

পিএসজির স্বপ্নপূরণ ও টটেনহ্যামের ইতিহাস

ক্লাব ফুটবলের বিশ্বে ছিল অনেক প্রতীক্ষার অবসান। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে ইতিহাস গড়ে। ফাইনালে তারা ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে ইউরোপের সেরা দল হিসেবে আত্মপ্রকাশ করে।

তাদের সাফল্যের ধারাবাহিকতায় আগস্টে উয়েফা সুপার কাপও জেতে পিএসজি। ব্যালন ডি’অর জিতে প্রথমবারের জন্য ফুটবল বিশ্বে নিজের নাম উজ্জ্বল করেন ওসমান দেম্বেলে। নারীদের মধ্যে সর্বোচ্চ সম্মান পায় আইনামা বোনমাতি।

অন্যদিকে, টটেনহ্যাম হটস্পার ইউরোপা লিগ জিতে ৪১ বছরের শিরোপার শূন্যতা ভেঙেছে। পাশাপাশি, চেলসি কনফারেন্স লিগ জিতে প্রথম ক্লাব হিসেবে উয়েফার সব পুরুষ ক্লাব প্রতিযোগিতার শিরোপা অর্জনের গৌরব অর্জন করে।

নারী ফুটবলের নতুন ইতিহাস

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উয়েফা উইমেনস ইউরো ২০২৫ ছিল নারী ফুটবলের জন্য এক নতুন উচ্চতার মাইলফলক। পুরো টুর্নামেন্টে মোট ৬ লাখ ৫৭ হাজার ২৯১ দর্শক উপস্থিত ছিলেন, যা একটি রেকর্ড। ৩১ ম্যাচের মধ্যে ২৯টি ছিল হাউসফুল। টিকিটের ৩৫% বিক্রি হয়েছিল আন্তর্জাতিক দর্শকদের কাছে। বিশ্বব্যাপী টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে এই টুর্নামেন্টের দর্শকসংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ৫০ কোটি।

মাঠে ছিল দারুণ উত্তেজনা; আগের সব উইমেনস ইউরোর চেয়ে বেশি গোল হয়েছে এবং সাতটি নকআউট ম্যাচের মধ্যে পাঁচটি অতিরিক্ত সময়ে গড়িয়েছে। ফাইনালে ইংল্যান্ড স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা ধরে রেখেছে, যেখানে কোচ সারিনা উইগম্যান তৃতীয়বার উইমেনস ইউরো জেতার ইতিহাস গড়েন। ডিসেম্বরে স্পেন জার্মানিকে হারিয়ে উইমেনস নেশনস লিগ ধরে রাখে।

যুব ফুটবলেও রেকর্ড ও নতুন দেশগুলোর উত্থান

২০২৫ সালে যুব ফুটবলেও ছিল স্মরণীয় মুহূর্ত। বার্সেলোনা রেকর্ড তৃতীয়বার উয়েফা ইয়ুথ লিগ জিতেছে। তুরস্কের ত্রাবজোনস্পোর প্রথমবার ফাইনালে উঠে চমক সৃষ্টি করেছে। মাল্টার হামরুন স্পার্টানস প্রথমবার ইউরোপীয় গ্রুপ পর্বে পৌঁছেছে।

নারী চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের জয়

উয়েফা উইমেনস চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিসবনে আর্সেনাল বার্সেলোনাকে পরাস্ত করে শিরোপা জিতেছে। এটি তাদের দ্বিতীয় ইউরোপীয় শিরোপা এবং বার্সেলোনার টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ করেছে।

২০২৫ ছিল ফুটবল ইতিহাসে এক উজ্জ্বল ও স্মরণীয় বছর। আন্তর্জাতিক থেকে ক্লাব পর্যায়, পুরুষ ও নারী, যুব থেকে সিনিয়র সবাই মিলিয়ে ফুটবল যেন এক নতুন অধ্যায়ের সূচনা করল। এখন অপেক্ষা ২০২৬-এর জন্য, যেখানে আরও চমক অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য।

২০২৫ সালের উয়েফা শিরোপাসমূহ (সংক্ষেপে)

ইউরোপা লিগ: টটেনহ্যাম

চ্যাম্পিয়নস লিগ: পিএসজি

উইমেনস ইউরো: ইংল্যান্ড

কনফারেনস লিগ: চেলসি

নেশনস লিগ: পর্তুগাল

উইমেনস চ্যাম্পিয়নস লিগ: আর্সেনাল

উয়েফা সুপার কাপ: পিএসজি

ইউথ লিগ: বার্সেলোনা

ফুটসাল চ্যাম্পিয়নস লিগ: পালমা।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর