প্রথম রাউন্ডের লড়াইয়ে নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরআয়ান তারির (রেটিং ২৬৩১) বিপক্ষে সাদা ঘুটি নিয়ে খেলেছেন নীড় (রেটিং ২৩৬৯)। রেটিং ব্যবধান প্রায় ২৬০ হলেও দুর্দান্ত খেলেন বাংলাদেশের এই তরুণ দাবাড়ু।
শেষ পর্যন্ত গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে ড্র করে নেন নীড়, যা বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে কালো ঘুটি নিয়ে খেলবেন নীড়। আবারও যদি ড্র হয়, তবে ম্যাচ গড়াবে র্যাপিড পর্বে। র্যাপিডেও নিষ্পত্তি না হলে ব্লিটজ পর্বে বিজয়ী নির্ধারিত হবে।
অন্যদিকে, বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানকে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউক্রেনের কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার ভাসিলি ইভানচুক, যার রেটিং ২৬১৬। সাদা ঘুটি নিয়ে ফাহাদ ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত হার মেনে নিতে হয় তাকে। আগামীকাল কালো ঘুটি নিয়ে খেলবেন তিনি, তবে ড্র করলেও তার টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। জিতলে গড়াবে র্যাপিড ও ব্লিটজ পর্বে।
দাবা বিশ্বকাপে বাংলাদেশের দাবাড়ুরা সাধারণত প্রথম রাউন্ডের গণ্ডি পেরোতে পারেন না। একমাত্র গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবই দ্বিতীয় রাউন্ডে খেলার সাফল্য অর্জন করেছিলেন। এবার নীড়ের পারফরম্যান্সে নতুন সম্ভাবনার ইঙ্গিত দেখা যাচ্ছে।


