বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
28 C
Dhaka
Homeখেলা২৮৯ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

২৮৯ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

আপডেট: নভেম্বর ১৩, ২০২৫ ৩:৪৯
প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৫ ২:৫২

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনও শেষ, তবে এখনও ব্যাট করে যাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনে চা বিরতিতে যাওয়ারআগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৫৭৫ রান। ২৮৯ রানের লিড পেয়েছে টাইগাররা। ক্রিজে আছেন হাসান মুরাদ (১২*) এবং হাসান মাহমুদ (১০*)।

প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও ৩টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন ওয়ানডে মেজাজে ব্যাট করে ৬০ রান করে আউট হওয়ার পর মিরাজকে নিয়ে জুটি বাধেন শান্ত। তবে তাদের জুটি বেশি বড় হয়নি।

ক্যারিয়ারের অষ্টম শতক হাঁকিয়েই বিদায় নেন শান্ত। চলতি বছরে তৃতীয় টেস্ট সেঞ্চুরি করলেন বাংলাদেশ অধিনায়ক। মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ রান করে আউট হন তিনি।

এখন ক্রিজে রয়েছেন হাসান মুরাদ ও হাসান মাহমুদ। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেট হারিয়ে ৫৭৫ রান। আয়ারল্যান্ডের স্পিনার ম্যাথু হামফ্রেস ৪টি উইকেট পেয়েছেন।

এদিকে, দেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ দলীয় স্কোর করলো বাংলাদেশ। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৫৬০ রান করেছিলো বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান ৬৩৮। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে এই সংগ্রহ পেয়েছিল তারা।

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের টেস্টে ক্রিকেটে নানা রেকর্ড ভেঙ্গেছে টাইগাররা। টেস্টে এই প্রথম বাংলাদেশের প্রথম চার ব্যাটার অর্ধশতক কিংবা শতকের দেখা পেলেন। এছাড়াও, এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচ ব্যাটার অন্তত অর্ধশতকের দেখা পেয়েছে। যা টেস্টে বাংলাদেশের ক্রিকেট পঞ্চমবার দেখল। আর একজন ব্যাটসম্যান ফিফটির দেখা পেলেই নতুন রেকর্ড গড়বে তারা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর