আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ১৬৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন জয়। তবে এদিন মাত্র ২ রান যোগ করেই ফেরেন তিনি। পূরণ হয়নি ডাবল সেঞ্চুরির আশা। শেষ পর্যন্ত ২৮৬ বলে ১৭১ রানে ফেরেন
জয়। ১৪ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
দিনশেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনিই। সেখানে প্রশ্ন করা হয় ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে। জয় বলেন, ‘হ্যাঁ, অবশ্যই একটু হতাশ। কারণ আমার জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি হতে পারত যদি আমি শেষ পর্যন্ত ক্যারি করতে পারতাম। আমি বলব, একটু হতাশ যে শেষ পর্যন্ত পারিনি।’
জাতীয় দলের জার্সিতে সময়টা ভালো যাচ্ছিল না জয়ের। অফফর্মের কারণে মাঝে বাদও পড়েছিলেন দল থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনটা রাঙালেন জয়। এ নিয়ে তিনি বলেন, ‘সব মিলিয়ে বলব, আমি খুশি। কারণ অনেক দিন পর দলে ফিরে বড় ইনিংস খেলতে পেরেছি। তবে যদি ডাবল সেঞ্চুরি হতো, আরও ভালো লাগত। ওই দিক থেকে একটু হতাশ।’
সাম্প্রতিক সময়ে আরও একটি সেঞ্চুরি দেখা গিয়েছিল জয়ের ব্যাট থেকে। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন জয়। তিনি বললেন, সেই সেঞ্চুরি আত্মবিশ্বাস জুগিয়েছে আইরিশদের বিপক্ষে।
জয় বলেন, ‘আসলে এনসিএল টি-টোয়েন্টির সেঞ্চুরি থেকে আমি নিজেকে আরও বুস্টআপ করতে পেরেছি। কারণ ওইখানে খুব ভালো পারফর্ম হয়েছে। এরপর এনসিএল চারদিনের ম্যাচেও ভালো পারফর্ম ছিল। সুতরাং আমি চেষ্টা করেছি ওইখানে যেমন ইনিংসটা ক্যারি করতে পেরেছি, এখানে এসেও যেন একই কাজটা করি। ভিন্ন কিছু করব না, শুধু এনসিএলে যেভাবে খেলে এসেছি ওইভাবে ক্যারি করব।’


