মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
21 C
Dhaka
Homeখেলাপাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল এখন বাংলাদেশে

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল এখন বাংলাদেশে

প্রকাশ: ডিসেম্বর ২, ২০২৫ ৬:২৪

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের দলে রয়েছেন সুমাইয়া আক্তার সুবর্ণা, আরিত্রি মন্ডল নির্জনারা। দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সাদিয়া ইসলাম।

সিরিজের সবকটি ম্যাচই হবে কক্সবাজারের একাডেমি মাঠে। আগামী ১ এবং ২ ডিসেম্বর দুই দিন অনুশীলন শেষে ৩ ডিসেম্বর প্রথম ম্যাচে মাঠে নামছে দুই দল।

বাংলাদেশ স্কোয়াড : সুমাইয়া আক্তার সুবর্ণা (উইকেটরক্ষক), আরিত্রি মণ্ডল নির্জন, সাদিয়া ইসলাম (অধিনায়ক), মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন, মাইমুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, অতশি মজুমদার, জারিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃদা, আচিনা জান্নাত ইমান্তা (উইকেটরক্ষক), মোসাম্মৎ সাদিয়া নুসরাত, মোসাম্মৎ সামিয়া খাতুন, কুমারি রানি শিল।

স্ট্যান্ডবাই : চৌধুরী অদৃতা নোয়াসির, মোসাম্মৎ লিমা খাতুন, আখি আক্তার, রিজভি দাস, মোসাম্মৎ জিম আফরিন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর