বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
27 C
Dhaka
Homeখেলানোয়াখালী দলে নিলো আইপিএল খেলা তারকাদের

নোয়াখালী দলে নিলো আইপিএল খেলা তারকাদের

প্রকাশ: ডিসেম্বর ৮, ২০২৫ ৮:১৩

আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এর আগে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেপ্রথমবার বিপিএলের অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস। সবশেষ তারা দলের ভিড়িয়েছে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো আফগান স্পিনার জহির খান।

আইপিএলে রাজস্থান রয়্যালস, বিগ ব্যাশে ব্রিসবেন হিট, পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড, সিপিএলে মেলবোর্ন স্টার্স, আইএলটি–২০ এ এমআই ইমিরেটস এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে জহিরের।

শনিবার নিজেদের সামাজিক মাধ্যমে জহিরকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে বিপিএলেও দুই দলে খেলেছেন তিনি।

পোস্টের ক্যাপশনে নোয়াখালী লিখেছেন, আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল, আইএলটি২০ সব অভিজ্ঞতা নিয়ে দ্য ম্যাজিকম্যান জহির খান এখন নোয়াখালীর হয়ে! স্বাগতম, জহির।

ইতোমধ্যে জনসন চার্লস, কুশল মেন্ডিস ও সৌম্য সরকারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো নোয়াখালী এবার দলে টেনেছে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো আফগান স্পিনার জহির খানকে।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩১টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে জহির নিয়েছেন ১৪২ উইকেট। একবার পাঁচ উইকেট নেয়ার অভিজ্ঞতা রয়েছে এই স্পিনারের। তার সেরা বোলিং ফিগার ৫/১৯। বিপিএলে পূর্বের চার ম্যাচে তার ঝুলিতে আছে দুই উইকেট।

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড: হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি, জহির খান।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর