মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
22 C
Dhaka
Homeখেলামরক্কো ২২ বছর পর সেমিফাইনালে,রেকর্ড ব্রাহিমের

মরক্কো ২২ বছর পর সেমিফাইনালে,রেকর্ড ব্রাহিমের

প্রকাশ: জানুয়ারি ১০, ২০২৬ ৯:৪১

আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিক মরক্কো। ঘরের মাঠে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়েছে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মরক্কো। আরেক ম্যাচে মালিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে সেনেগাল।

শুক্রবার (১০ জানুয়ারি) রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে ৬৪ হাজার ভক্তদের সামনে উজ্জীবিতপারফরম্যান্স করেছে মরক্কো। আফকনে পাঁচ ম্যাচে পঞ্চম গোল করে মরক্কোকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ব্রাহিম দিয়াজ। ইসমাইল সাইবারি দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করেন।

মরক্কোর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে আফকনের এক আসরে পাঁচ গোল করলেন দিয়াজ। শেষ ৫৭ বছরে একমাত্র খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন তিনি। Advertisement২৬ মিনিটে আশরাফ হাকিমির কর্নার থেকে আয়ুব এল কাবির হেডে বল যায় কাছের পোস্টে। দিয়াজ সহজেই জালে বল ঠেলে দেন। তারপর ৭৪তম মিনিটে সাইবারি স্কোর ২-০ করেন।

আব্দে এজ্জালজুলির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে পিএসভি আইন্দহোভেন মিডফিল্ডার ব্যাকপোস্ট থেকে জালে জড়ান। এখন বুধবারের সেমিফাইনালে খেলার অপেক্ষায় তারা।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর