বিপিএলের দশম আসরে রংপুর রাইডার্সকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। শুক্রবার (২৬ জানুয়ারি) সিলেট পর্বের প্রথম ম্যাচে তারকায় ঠাসা রংপুরকে ২৮ রানে হারায় খুলনা। তাদের দেয়া ১৬১ রান তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে ১৩২ রানে অলআউট হয় রংপুর। তিন ম্যাচ খেলে এনিয়ে দ্বিতীয় হারের স্বাদ পেল দলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেছিল খুলনা। দেশি তারকারা আলো ছড়াতে পারেনি। অধিনায়ক এনামুল হক বিজয় শূন্য রানে আউট হন। মাহমুদুল হাসান জয় ৭ ও আফিফ হোসেন ব্যাট থেকে আসে মাত্র ৪ রান।
তবে তিন বিদেশি তারকার ব্যাটে দলটি চ্যালেঞ্জিং পুঁজি গড়ে। ওপেন করতে নেমে এভিন লুইস ২৫ বলে ৩৭ রান করেছিলেন। পরে দাসুন শানাকা ৩৩ বলে ৪০ ও মোহাম্মদ নওয়াজ ৩৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। সুবাদে ৬ উইকেটে ১৬০ রানের পুঁজি পায় খুলনা।
রংপুরের পক্ষে হাসান মাহমুদ ২৯ রান খরচায় ৩ উইকেট নেন। ২ শিকার ধরেন মাহেদি হাসান।
ব্যাট হাতে আলো ছড়ানোর পর খুলনার হয়ে বল হলেও উজ্জ্বল ছিলেন নাওয়াজ ও শানাকা। বাবর আজম, ব্র্যান্ডন কিংরা থাকার পরও রংপুরের ব্যাটিং তাই ডানা মেলেনি। মোহাম্মদ নবী ৩০ বলে ৫০ রান করে যা একটু লড়াইয়ে রেখেছিলেন দলকে। ১৯তম ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি।
রংপুরের তারকা ব্যাটার বাবর আজম এদিন ৮ বলে ২ রান করেন। সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসক দেখিয়ে ফেরা সাকিব আল হাসানও রংপুরের হয়ে খেলতে নামেন। ৪ ওভারে ২১ রান খরচায় কোনো উইকেট পাননি। পরে এখনও চোখের সমস্যা থাকায় ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে। ৪ বল খেলে ২ রানেই থামেন তিনি।
খুলনার পক্ষে নওয়াজ ও ওয়াসিম ২টি করে উইকেট নেন। সর্বাধিক ৪ উইকেট নেন শানাকা। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।