টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের নারী ক্রিকেট দল। রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বিকেল ৪টায়।
এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটা একদমই ভালো কাটেনি বাংলাদেশের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগ্রেসরা। এরপর টি-টোয়েন্টিতেও ধরাশয়ী হয় নিগার সুলতানা জ্যোতির দল।
এবার জোড়া সিরিজ পরাজয়ের সেই তিক্ত স্মৃতি ভুলে ফের মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে ভারতীয় নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবনা মোস্তারি, মুর্শিদা খাতুন, ঝর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা।
ভারত একাদশ: হরমনপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সজানা সজীবন, রিচা ঘোষ, পূজা ভাস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।