রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
28 C
Dhaka
Homeখেলাফুটবল দলের সাবেক অধিনায়ক,মামুনের বাড়িতে হা-মলা

ফুটবল দলের সাবেক অধিনায়ক,মামুনের বাড়িতে হা-মলা

প্রকাশ: সেপ্টেম্বর ৭, ২০২৪ ২:৫০

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের বাড়িতে হামলা হয়েছে। তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদ হাসান এমিলি এ তথ্য জানিয়েছেন।এমিলি ও মামুন বিকেএসপি থেকে বন্ধু।

দুই যুগের বেশি সময় তাদের বন্ধুত্ব। তাই সবচেয়ে কঠিন সময়ের কথা মামুন বন্ধু এমিলিকে জানিয়েছেন। এমিলি ঢাকাতেই অবস্থান করছেন। মামুনের বাড়িতে আক্রমণ সম্পর্কে এমিলি বলেন, ‘কিছুক্ষণ আগে মামুন ফোন করে বলল আমাদের কদমতলীর বাড়িতে হামলা হয়েছে। তুই সাংবাদিকদের জানা, আমি থানায় যাচ্ছি।’

এমিলি বন্ধুর কাছ থেকে এমন বার্তা পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। মামুন বাংলাদেশের গত এক দশকের অন্যতম সেরা ফুটবলার। এমিলিও সাবেক তারকা ফুটবলার। তাই মামুনকে নিয়ে এমিলির স্ট্যাটাস ক্রীড়াঙ্গনে খুব দ্রুত নজর কাড়ে।

এমিলির স্ট্যাটাস চোখে পড়ার পরপরই মামুনুলের নম্বরে কল করলেও তাকে পাওয়া যায়নি। মামুন এমিলিকে ফোন করার পর এমিলিও মামুনুলকে ফিরতি কল করে পাননি। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্তজার বাড়িতেও হামলা হয়েছে। মাশরাফি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। মামুনুল অবশ্য রাজনীতিতে জড়িত ছিলেন না বলে জানা ক্রীড়া সংশ্লিষ্টদের। মামুনুলের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তাৎক্ষণিক হামলাকারী বা কারণ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর