বুধবার, নভেম্বর ৬, ২০২৪
বুধবার, নভেম্বর ৬, ২০২৪
29 C
Dhaka
Homeখেলাআজ ফাইনাল ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও ব্রাজিল

আজ ফাইনাল ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও ব্রাজিল

প্রকাশ: অক্টোবর ৬, ২০২৪ ২:১১

গত ১৪ সেপ্টেম্বর উজবেকিস্তানের তাসখন্দে পর্দা উঠেছিল ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরের। এবার লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

রোববার (৬ অক্টোবর) ফাইনালে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।এই টুর্নামেন্টে কাগজে-কলমে এগিয়ে রয়েছে ব্রাজিল। কারণ, আগের নয় আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর মাত্র একবার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

গত বুধবার ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে সেলেসাওরা। সবশেষ ২০১২ সালে শিরোপা জিতেছিল তারা। দীর্ঘ ১২ বছর পর আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল।

অন্যদিকে ২০১৬ সালে ফিফা ফুটসাল বিশ্বকাপ প্রথম ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এবার আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে রয়েছে আলবিসেলেস্তেরা।

আসরের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করেন কেভিন আরিয়েটা। একটি গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর