শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
29 C
Dhaka
Homeখেলাসাকিব দেশে ফিরতে না পারায় বোর্ড জড়িত নয় : বিসিবি সভাপতি

সাকিব দেশে ফিরতে না পারায় বোর্ড জড়িত নয় : বিসিবি সভাপতি

প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৪ ৭:৪৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা ছিল সাকিব আল হাসানের। এই লক্ষ্যেই প্রথম টেস্টের স্কোয়াডে সাকিবকে অন্তর্ভুক্তও করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ মুহূর্তে ঘটে গেল নাটকীয় পরিবর্তন। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিরাপত্তার কারণে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন।

এদিকে বুধবার (৩০ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘এটা আইন-শৃঙ্খলা বাহিনী, সরকার এবং সাকিব আল হাসানের মধ্যে একটি বিষয় ছিল। বিসিবি হিসেবে আমাদের কেবল সহায়ক ভূমিকা রাখা সম্ভব। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম সাকিব যেন দেশের মাটিতে খেলেই টেস্ট থেকে অবসর নিতে পারে।’

ফারুক আহমেদ আরও বলেন, ‘আমি নিজের অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। তবে সাকিব শুধু একজন খেলোয়াড়ই নয়, গত সরকারের সময়ে তিনি এমপি ছিলেন, এবং সেটা একটি আলাদা গুরুত্ব তৈরি করে। আমার দৃষ্টিকোণ থেকে সাকিবকে মাঠে নামানো উচিত ছিল, কিন্তু সরকারের সঙ্গে বোর্ডের অবস্থান আলাদা।’

সাবেক ক্রিকেটার হিসেবে সাকিবের অবসরের বিষয়টি ঘরের মাঠে হলে তা ভালো হতো বলে মনে করেন ফারুক। তিনি আরও বলেন, ‘সে দীর্ঘ ১৭ বছর ধরে দেশের হয়ে খেলেছে এবং দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার পরিচিতি আছে। তবে পরিস্থিতি এমন ছিল যে শেষ মুহূর্তে তিনি দেশে আসতে পারেননি। এটি সম্পূর্ণরূপে একটি আইনগত বিষয় ছিল, যেখানে বোর্ডের হস্তক্ষেপের সুযোগ ছিল না।’

ফারুক আহমেদ মন্তব্য করেন, ‘যেহেতু সাকিব দেশে আসেননি, তাই এই ব্যাপারে বেশি আলোচনা করার প্রয়োজন নেই।’

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর