বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
27.5 C
Dhaka
Homeবিশ্বসিরিয়ার ভেতরে প্রবেশ করে সেনাদের সাথে সাক্ষাৎ করলেন নেতানিয়াহু

সিরিয়ার ভেতরে প্রবেশ করে সেনাদের সাথে সাক্ষাৎ করলেন নেতানিয়াহু

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৫ ১১:০৫

সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে সেনাদের সাথে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি।

বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ‘জেরুজালেম পোস্ট’। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

এতে দেখা যায়, সামরিক একটি আকাশযান থেকে দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চলটিতে নামেন বেনিয়ামিন নেতানিয়াহু। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা।

ভিডিওতে, অঞ্চলটিতে মোতায়েনকৃত সেনাদের সাথে সাক্ষাতের পর, তাদের প্রশংসা করতে দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। ঘটনাটি আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনার জন্ম দিয়েছে। নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সিরিয়া, জাতিসংঘ।

উল্লেখ্য, গত বছর স্বৈরশাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলের গোলান মালভূমির বাফার জোনে সেনা মোতায়েন করে রেখেছে ইসরায়েল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর