সিরিয়া ও লেবাননে সীমান্তবর্তী ইরানি রেড ক্রিসেন্টের ফিল্ড হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। একটি ভিডিও ফুটেজে দেখ যায়, সিরিয়ার ভেতর লেবাননের সীমান্তঘেঁষা ওই হাসপাতালের আর কিছু অবশিষ্ট নেই।
অস্থায়ী ওই হাসপাতালের বিভিন্ন অংশ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। কবে এই হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত বৃহস্পতিবার ওই হামলা চালানো হয়।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মেসাম আফশার বলেন, লেবাননের যুদ্ধকবলিত ও বাস্তুচ্যুতদের ৫৬ বেডের এই হাসপাতালের মাধ্যমে সেবা দেওয়া হতো। কিন্তু ইসরায়েলের ছোড়া ১১টি মিসাইলের আঘাতে এটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে ওষুধের গুদাম ও বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়েছে।
এ ঘটনায় মুখ খোলেনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যদিও সিরিয়া-লেবাননের সীমান্তে একাধিক হামলার বিষয়ে এর আগে বিবৃতি দিয়েছে তারা। আইডিএফ জানিয়েছিল, প্রতিরোধ যোদ্ধাদের একটি টানেল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
২৩ সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলীয় লেবাননে অপারেশন নর্দার্ন অ্যারো শুরু করে ইসরায়েল। পরে স্বল্প পরিসরে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানের ঘোষণা দেয় তেলআবিব। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: তেহরান টাইমস