শনিবার, নভেম্বর ৮, ২০২৫
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
29 C
Dhaka
Homeজেলার খবরপ্রিয় শিক্ষকদের সম্মাননা জানালো নাজিরহাট কলেজিয়েট স্কুলের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীরা

প্রিয় শিক্ষকদের সম্মাননা জানালো নাজিরহাট কলেজিয়েট স্কুলের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীরা

আপডেট: নভেম্বর ৮, ২০২৫ ৩:১৭
প্রকাশ: নভেম্বর ৮, ২০২৫ ৩:১৩

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত (সাবেক) কয়েকজন শিক্ষককে সম্মাননা দিলো একই বিদ্যালয়ের ১৯৯৬ সালের (ব্যাচের) শিক্ষার্থীরা।

শুক্রবার (৭ নভেম্বর )সকালে প্রবীণ শিক্ষক সাংবাদিক আবুল বশর মিয়া স্যারের গ্রামের বাড়ি ফটিকছড়ির লেলাং গোপালঘাট্রা এলাকায় গিয়ে শিক্ষার্থীরা এ সম্মাননা জানায়।জানা যায়, নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ইং ব্যাচের দেশ-বিদেশে অবস্থানরত বেশ কিছু শিক্ষার্থীরা কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জড়ো হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে, প্রিয় অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকদের দেখতে যাওয়ার এবং সম্মাননা দেয়ার। তারই আলোকে দেশে থাকা বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থী স্যারদের বাড়িতে উপস্থিত হয়ে, স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক ও সাংবাদিক আবুল বশর মিয়া (গোপালঘাট্রা), মোঃ দিদারুল আলম (বাবুনগর), সাবেক প্রধান শিক্ষক আলী হোসাইন (চকরিয়া) ও মাওলানা রফিক উদ্দীন চৌধুরী (মন্দাকিনী)।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর