শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeবিশ্বইসরায়েলি হামলার ‘সমানুপাতিক প্রতিক্রিয়া’ জানাবে ইরান

ইসরায়েলি হামলার ‘সমানুপাতিক প্রতিক্রিয়া’ জানাবে ইরান

প্রকাশ: অক্টোবর ৩১, ২০২৪ ৪:৩৮

ইরানের হামলার জবাব দিতে এরইমধ্যে পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। তবে পাল্টা হামলা চালানো হলে তেল আবিবকে যে কঠিন পরিণতি ভোগ করতে হবে, সেই হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল তেহরান। ফলে ইসরাইল আবারও ইরানি হামলার মুখে পড়বে বলে মনে করছেন অনেকে।

স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) একটি উচ্চপদস্থ সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক আক্রমণের একটি ‘সুনির্দিষ্ট’ এবং ‘বেদনাদায়ক’ প্রতিক্রিয়া দেখা যাবে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘটতে পারে।

সিএনএন বলছে, গেল ২৫ অক্টোবর ইসরাইলের হামলার পর বিষয়টি তেমন ‘গুরুতর’ নয় বলে ইরান যে অবস্থান নিয়েছিল, সেই অবস্থান থেকে তারা সরে এসেছে বলেই মনে করা হচ্ছে ওই সূত্রের মন্তব্যের পর।
২৫ অক্টোবরের হামলার পর প্রথমবারের মতো ইসরাইল খোলাখুলিভাবে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত করার কথা স্বীকার করে।

ইরান কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ওই সূত্র সিএনএনকে বলেছেন,

ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক।

হামলার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও, সূত্রের মতে, ‘এটি সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ঘটবে।’এদিকে, এ বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর