শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeআইন আদালতপূজামণ্ডপে ইসলামি গান গাওয়া দুজনের জামিন

পূজামণ্ডপে ইসলামি গান গাওয়া দুজনের জামিন

প্রকাশ: অক্টোবর ১৫, ২০২৪ ৮:৩৮

চট্টগ্রাম নগরীর জেএম সেন হল পূজামণ্ডপের মঞ্চে ইসলামি গান গেয়ে গ্রেপ্তার হওয়া দুজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ আদেশ দেন।

নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এএএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।জামিন পাওয়া দুজন হলেন চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম ও নুরুল ইসলাম। তারা দুজনই শিক্ষক।

নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এএএম হুমায়ুন কবির বলেন, ‘পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে করা মামলায় আজ আদালতে জামিন শুনানি ছিল। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।’

আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুল আলম বলেন, ‘মামলায় যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা পূজা কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে গিয়েছিলেন। তাদের নাম ঘোষণা করার পর তারা মঞ্চে ওঠেন। এমন নয়, তারা জোর করে মঞ্চে উঠে গান করেছেন। গান পরিবেশনের পর তাদের ধন্যবাদও দেওয়া হয়। জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছেন।’

গত ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর আন্দরকিল্লার জেএম সেন হলে পূজামণ্ডপের মঞ্চে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য ইসলামি সংগীত পরিবেশন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সংগঠনটি ওই মণ্ডপে সংগীত পরিবেশন করতে যায়।

গত ১১ অক্টোবর নগরীর কোতোয়ালি থানায় মহানগর পূজা কমিটির অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন বাদী হয়ে মামলাটি করেন। এতে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সজল দত্ত, চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম, নুরুল ইসলাম, আবদুল্লাহ ইকবাল, রনি, গোলাম মোস্তফা, মামুনসহ সাতজনকে আসামি করা হয়।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর