রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
27 C
Dhaka
Homeআন্তর্জাতিকওয়াশিংটন যাবেন জেলেনস্কি,ট্রাম্পের সঙ্গে ফোনালাপ

ওয়াশিংটন যাবেন জেলেনস্কি,ট্রাম্পের সঙ্গে ফোনালাপ

প্রকাশ: আগস্ট ১৭, ২০২৫ ১:৪০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১৬ আগস্ট) ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ। শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলকভাবে কাজ করতে ইউক্রেন আবারও প্রস্তুত। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ইউক্রেন-মার্কিন যুক্তরাষ্ট্র-রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠককে সমর্থন করছি।

তিনি আরও বলেন, আলোচনার প্রক্রিয়ায় ইউরোপকেও অন্তর্ভুক্ত করা উচিত।

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘসময় ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ন্যাটো ও ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন।

হোয়াইট হাউসের বরাতে জানানো হয়েছে, ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প ফোনে জেলেনস্কি ও মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে আলাপ করেন। শনিবার ভোরে তিনি ওয়াশিংটনে পৌঁছান।

জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ ছিল ‘দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ’, যা চলে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে।বহুল প্রতীক্ষিত ট্রাম্প-পুতিন বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ বা সমাধান নিয়ে কোনো চুক্তি হয়নি। তবে দুই নেতা আলোচনাকে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর