রোববার (২ নভেম্বর) ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। উভয় দলই আগে কখনো বিশ্বকাপ শিরোপা জিতেনি, তাই নতুন চ্যাম্পিয়ন শীর্ষক উত্তেজনা আছে সর্বাধিক।
জিতেনি, তাই নতুন চ্যাম্পিয়ন শীর্ষক উত্তেজনা আছে সর্বাধিক।
আইসিসি আজ ফাইনালের অফিসিয়াল আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে। অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার ইলোজ শেরিদান ও ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস।
শেরিদান সেমিফাইনালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন, আর উইলিয়ামস ছিলেন গ্রুপপর্বে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে।
টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সু রেডফার্ন, চতুর্থ আম্পায়ার শ্রীলঙ্কার নিমালি পেরেরা, এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন শ্রীলঙ্কার মিশেল পেরেইরা।
ফাইনালটি এ কারণে আরও বিশেষ, কারণ উভয় দলই প্রথমবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে এবং নতুন চ্যাম্পিয়ন শিরোপা জিতবে।

 
                                    