রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
27 C
Dhaka
Homeআন্তর্জাতিকবন্যার আশঙ্কায় বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান

বন্যার আশঙ্কায় বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান

প্রকাশ: আগস্ট ২৮, ২০২৫ ৪:৫২

বুধবার (২৭ আগস্ট)পাকিস্তানে বন্যার আশঙ্কায় পাঞ্জাব প্রদেশের কাদিরাবাদ বাঁধের পাশে একটি প্রতিরোধী বাঁধ উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে বন্যার পানি প্লাবিত হয়েছে শিখদের অন্যতম পবিত্র স্থান কর্তারপুর মন্দির। খবর এএফপির।

ভারতের সীমান্তবর্তী অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে চেনাব, রবি ও শতদ্রু নদীর জল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাঞ্জাব প্রদেশের প্রায় অর্ধেক মানুষ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় দুই লাখ ১০ হাজার মানুষ নিরাপদ স্থানে চলে গেছে। মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হুসেন বলেন, বাঁধের মূল কাঠামো রক্ষা করতে আমরা ডানদিকের প্রতিরোধী বাঁধটি ভেঙে দিয়েছি, যাতে পানির প্রবাহ কমে যায়।

পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, উজানে থাকা বাঁধ থেকে ভারত পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তানে জলের প্রবাহ আরও বেড়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ভারত পানি ছাড়ার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগাম নোটিশ দিয়েছিল।

দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, লাহোর দিয়ে বন্যার ঢেউ বুধবার রাত ও বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এই বছর পাকিস্তানে বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যায় ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর