রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
27 C
Dhaka
Homeশিক্ষাডুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: আগস্ট ২৮, ২০২৫ ৪:৪৬

প্রকৌশল খাতে চলমান বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সংকট সমাধানে সরকারের নীরব ভূমিকা ও কোরাম ভিত্তিক ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডুয়েট) শিক্ষার্থীরা। 

বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে গাজীপুরে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় মিছিল। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়িতে এসে শেষ হয়।

এর আগে, সংক্ষিপ্ত এক আলোচনা সভায় শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মুখোমুখি দাঁড় করানোর পেছনে তৃতীয় শক্তির ইন্ধন রয়েছে। শিগগিরই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

এ ছাড়া, লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দুই পক্ষের দাবিগুলোর যৌক্তিকতা বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান ডুয়েট শিক্ষার্থীরা।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর