সোমবার (১৯ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে রাজ্যস্থানে একসঙ্গে দুটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। অথচ কর্মরত থাকাবস্থায় ২০ মাসে একদিনের জন্যও কর্মস্থলে যাননি তি
এমনকি বাসায় বসেও করেননি অফিসের কোনও কাজ। তবুও প্রতি মাসেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ঠিকই।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ওই দুই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন পুনম দীক্ষিত। এই ১ বছর ৮ মাসে কোনও কাজ না করেই পুনমের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে ৩৭ লাখ ৫৪ হাজার ৪০৫ টাকা।
এনডিটিভি জানায়, সন্দেহজনক এ ঘটনায় গত বছর রাজস্থান হাইকোর্টে অভিযোগ জানান এক অজ্ঞাতনামা। অভিযোগের ভিত্তিতে ওই বছর তদন্ত শুরু করে রাজ্যের অ্যান্টি কোরাপশন ব্যুরো-এসিবি।
সম্প্রতি তদন্তের ভিত্তিতে বেরিয়ে আসে এক পরিকল্পিত দুর্নীতির অভিযোগ।
তদন্ত কর্মকর্তারা জানান, পুনমের স্বামী প্রাদ্যুমান দীক্ষিত রাজস্থান সরকারের তথ্য প্রযুক্তি বিভাগে যৌথ পরিচালক পদে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। সরকারের ক্ষমতা কাজে লাগিয়ে প্রাদ্যুমান অরিওনপ্রো সলিউশনস এবং ট্রিজেন সফটওয়্যার লিমিটেড নামের দুটি বেসরকারি আইটি কোম্পানিকে চুক্তিভিত্তিক কাজ দিতেন নিয়মিত। এর বিনিময়ে স্ত্রী পুনমকে দুই প্রতিষ্ঠানের কর্মচারী দেখিয়ে তিনি আয় করেন লাখ লাখ টাকা।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রকৃতপক্ষে ঘুষ হিসেবে কোম্পানি দুটি থেকে স্ত্রী পুনমের নামে অর্থ নেন প্রাদ্যুমান। এর বিনিময়ে কোম্পানিগুলোতে নিয়মিত চুক্তিভিত্তিক কাজ সরবরাহ করেন তিনি।


