মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
26 C
Dhaka
Homeআন্তর্জাতিকপুতিনের বাসভবনে হামলার বিরুদ্দে আনিত অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

পুতিনের বাসভবনে হামলার বিরুদ্দে আনিত অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০২৫ ২:০৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যানকরেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে রাশিয়া -ইউক্রেন যুদ্ধাবসানে চলমান শান্তি সংলাপ পণ্ড করার চেষ্টায় আছে মস্কো বলেও পাল্টা অভিযোগ করেছেন তিনি। খবর বিবিসির।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সোমবার রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে ৯১টি ড্রোন বিস্ফোরকবাহী দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য সবগুলো ড্রোন হামলা করার আগেই আটকে দিতে পেরেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা সেই বিবৃতিতে ল্যাভরভ বলেছেন, এই হামলার পর ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান নিয়ে পর্যালোচনা করবে মস্কো।

‘কিয়েভ এখন অপরাধী গ্যাংয়ের দ্বারা পরিচালিত হচ্ছে। এই অপরাধীরা সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতিতে রূপান্তর করে ফেলেছে। (ইউক্রেনে) শান্তি সংলাপের ক্ষেত্রে এখন আমরা আমাদের নিজেদের এযাবৎকালের অবস্থান পর্যালোচনা করব’, বিবৃতিতে বলেন ল্যাভরভ।

ল্যাভরভের এই বিবৃতির কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি হামলার অভিযোগকে ‘গতানুগতিক রুশ মিথ্যাচার’ উল্লেখ করে বলেন, ‘এটা আসলে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার অজুহাতমাত্র। এর আগেও রাশিয়া নিজেদের সরকারি ভবন ও স্থাপনায় এমন হামলা চালিয়েছে।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর