বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
26 C
Dhaka
Homeআবহাওয়াশৈত্যপ্রবাহ ‘পরশ’ ধেয়ে আসছে 

শৈত্যপ্রবাহ ‘পরশ’ ধেয়ে আসছে 

প্রকাশ: ডিসেম্বর ৭, ২০২৫ ৮:৪২

ডিসেম্বর মানেই কুয়াশাচ্ছন্ন সকাল, আর রাত হলেই কুয়াশার সঙ্গে তীব্র শীত। সঙ্গে হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ‘পরশ’ ধেয়ে আসছে। এতে শীতের তীব্রতা আরও বাড়বে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক ফেসবুক পোস্টে এতথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, এই শৈত্যপ্রবাহে দেশের নির্দিষ্ট কিছু কিছু স্থানে সর্বনিন্ম তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এটি রংপুর, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বেশি সক্রিয় থাকতে পারে।

এ ছাড়া এই চার বিভাগের দু-এক জায়গায় সাময়িক সময়ের জন্য তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে, দেশের অন্য বিভাগে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

শৈত্যপ্রবাহ ‘পরশ’ কবে থেকে সক্রিয় হবে এবং কোন স্থানে কেমন প্রভাব পড়বে তা পরে বিস্তারিত জানানো হবে বলে জানায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর