রবিবার, নভেম্বর ২, ২০২৫
রবিবার, নভেম্বর ২, ২০২৫
28 C
Dhaka
Homeজাতীয়প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে আইএসপিআর’র বিজ্ঞপ্তি

প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে আইএসপিআর’র বিজ্ঞপ্তি

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৭:৫৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে একাধিক মোবাইল নম্বর (০১৮৮১৭৪৭৩৪৩) বা হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে।

এ বিষয়ে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর