শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
32.3 C
Dhaka
Homeরাজধানীপেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই : বিএমএসএফ

পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই : বিএমএসএফ

প্রকাশ: জুলাই ১৭, ২০২৫ ৯:৪৩

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১৩ বছর পেরিয়ে ১৪তে পদার্পন উপলক্ষে এক আনন্দ উৎসবের আয়োজন করা হয় ঢাকার একটি রেষ্টুরেন্টে।

গত ১৫ জুলাই রাত ৮টায় বিএমএসএফের ১৩তম জন্মদিন এবং চৌদ্দ বছরে পদার্পন উপলক্ষে মিরপুর পল্লবীতে একটি রেষ্টুরেন্টের হলরুমে ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।সৈয়দ নুর ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনমুগ্ধকর পরিবেশে প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত এবং সংগঠনের থিম সং পরিবেশন করা হয় ।

জনাব আহমেদ আবু জাফর বলেন,পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই অনৈক্য আর ষড়যন্ত্রের চোরাবালিতে পেশাটি আজ নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তলানিতে ঠেকেছে। রাক্ষুসে সাংবাদিকদের কারণে পেশাটি অরক্ষিত হয়ে উঠেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নীতিমালা প্রণয়ন, সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায় করতে হবে। এ সময় তিনি পেশার স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকদের এক কাতারে দাঁড়াতে আহবান জানান।

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম জাকারিয়া সোহাগ, রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, শাখা কমিটির উপদেষ্টা ইব্রাহিম খলিল স্বপন, কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু।

অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক শাহিনা আক্তার,সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা এস এম জীবন, ইসমাইল হোসেন পলাশ, মরিয়ম আক্তার মারিয়া, সুমন খান।

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন তার বক্তব্যে বলেন, এই সংগঠন আমাদের প্রানের সংগঠন,সংগঠনকে এগিয়ে নিতে আমাদের এক সাথে কাজ করতে হবে, উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমরা এই সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।

 

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর