শনিবার (২৫অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।সংগঠনটির মতে, ঢাকা জেলার জিডিপিতে অবদান সবচেয়ে বেশি ৪৬ শতাংশ। উৎপাদন খাতে ঢাকার অবদান ৫৫.৫৮ শতাংশ এবং সেবা খাতে ৪৪.২ শতাংশ।
উক্ত অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ বলেন, দেশের উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতেই ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক খাতের প্রবণতা ও পরিবর্তন দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
ব্যবসায়ীরা অনানুষ্ঠানিক খাতের গুরুত্ব এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহের প্রয়োজনীয়তা গুরুত্ব দিয়ে বলেন। সাবেক সভাপতি আবুল কাসেম মন্তব্য করেন, আমরা জানি কোথায় পরিবর্তন দরকার। অনেক সুপারিশ দেওয়া হলেও এগুলো বাস্তবায়ন হলে আন্তর্জাতিক ইনডেক্সে আমরা আরও এগিয়ে যেতাম।
আইএফসির বিশেষজ্ঞ মিয়া রহমত আলী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকলে জিডিপি মাত্র বিদ্যুতের কারণে ২–৩ শতাংশ বাড়তে পারে। এটা আমরা সবাই জানি, কিন্তু কেন বাস্তবায়ন হচ্ছে না তা ভাবার বিষয়।
ডিসিসিআই জানিয়েছে, গার্মেন্টস, ব্যাংক, আবাসনসহ মোট আটটি খাত নিয়ে তৈরি করা হয়েছে ইপিআই, যা প্রতি তিন মাস পরপর প্রকাশ করা হবে।


