বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে দুবাইয়ে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যস্ত। তবে এই সিরিজের পরই ব্যস্ততা শেষ হচ্ছে না টাইগারদের। আফগানদের সাথে লড়াইয়ের পর এবার পালা ক্যারিবিয়ান সফরের।
চলতি মাসে ২ টেস্ট ও ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল যাবে। তবে টেস্ট দল আগেই রওনা দিবে। ২২ নভেম্বর শুরু হওয়া এই সিরিজ সামনে রেখে টাইগারদের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যেখানে ইনজুরির কারণে থাকছেন না দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। দলের নেতৃত্বে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ইনজুরির কারণে এ সফরে নেই মুশফিকুর রহিম। এ ছাড়া প্রোটিয়া সফরে জাতীয় দলে ডাক পাওয়া হাসান মুরাদ রয়েছেন।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড :নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহকারী অধিনায়ক), তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, শরিফুল ইসলাম।