শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
29 C
Dhaka
Homeখেলাভারত অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলো না

ভারত অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলো না

প্রকাশ: অক্টোবর ৩১, ২০২৫ ৮:৫৭

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রতিপক্ষ হিসেবে ধস্তাধস্তিতে পরাজয় হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) মেলবোর্নে ৪০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

ট্রাভিস হেড ও মিচেল মার্শের মারকুটে ইনিংসে অজিরা ১৩.২ ওভারে ১২৬ রানের লক্ষ্য পূরণ করে। হেড ১৫ বলে ২৮ এবং মার্শ ২৬ বলে ৪৬ রানে আউট হন। ভারতের বোলারদের উপর শুরু থেকেই চড়াও হন হেড।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত ১৮.৪ ওভারে ১২৫ রানে অলআউট হয়। অভিষেক শর্মা ৬৮ এবং হার্শিত রানা ৩৫ রানে দলের একমাত্র উল্লেখযোগ্য ব্যাটসম্যান ছিলেন। অজিরার জশ হ্যাজেলউড ৩ উইকেট নিয়ে দারুণ বোলিং করেন, এছাড়া জাভিয়ের বার্টলেট ও নাথান এলিস ২টি করে উইকেট নেন।

ভারতের হয়ে বুমরাহ ২ উইকেট নেন, বরুণ ও কুলদীপও যথাক্রমে ২টি উইকেট শিকার করেন।

এই ফলাফলের পর পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২, ৬ ও ৮ নভেম্বর। প্রথম ম্যাচটি ক্যানবেরায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর