শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
HomeUncategorized‘বিশ্বকাপ শেষ হলে হতাশ হোন, মন ভরে হতাশ হোন’

‘বিশ্বকাপ শেষ হলে হতাশ হোন, মন ভরে হতাশ হোন’

আপডেট: অক্টোবর ২৭, ২০২৩ ৭:৪৯
প্রকাশ: অক্টোবর ২৩, ২০২৩ ৫:২৫

মেয়র জাহাঙ্গীর আলমের বাড়িতে তিন শতাধিক ডেকচিতে রান্নাবান্নার আয়োজন চলছে। শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় | ছবি: জনতা মেইল

বাংলাদেশের সেমিফাইনালে খেলার ক্ষেত্রে এখনো ‘খুব ভালো সুযোগ’ আছে বলে মনে করেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, অন্যান্য দল সহায়তা করছে তাঁদের, এখন নিজেদের কাজটি করার পালা। এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না বলেও মনে করেন তিনি।

পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচের আগে ৪ ম্যাচে ১ জয় পাওয়া বাংলাদেশ পয়েন্ট তালিকায় ছিল ছয় নম্বরে। অবশ্য ছয় থেকে দশ নম্বরে থাকা পাঁচটি দলেরই ২ পয়েন্ট করে এখন। সবারই বাকি ৫টি করে ম্যাচ। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে গেলে কার্যত বাকি সব ম্যাচই জিততে হতে পারে বাংলাদেশকে।

প্রথম ৪ ম্যাচে মাত্র একটি জেতা দলের জন্য সেটি যে বেশ কঠিন, তা আলাদা করে বলতে হয় না। তবে সাকিব পেছনের ম্যাচের দিকে ফিরে তাকাতে চান না, ‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর