ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার লড়াইটা যেন দুই ভাগে ভাগ করা। প্রথম অধ্যায় ২০০২ সালের ৩ অক্টোবর থেকে ২০১৫ সালের ১০ জুলাই পর্যন্ত। পরের অধ্যায়টি ২০১৫ সালের ১২ জুলাই থেকে গত বছরের ২৩ মার্চ পর্যন্ত। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসকে দুই ভাগ করার কারণ—দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান।
দুই দল এখন পর্যন্ত ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ২৪ ম্যাচে। এর মধ্যে ১৮টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের জয় মাত্র ৬টি। কিন্তু লড়াইটাকে যদি ওই দুই ভাগ করেন, দেখবেন দ্বিতীয় ভাগে দক্ষিণ আফ্রিকা দেখেছে অন্য এক বাংলাদেশকেই।
প্রথম ভাগে খেলা ১৫ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ১টি। কিন্তু ২০১৫ সালের ১২ জুলাই থেকে মুখোমুখি হওয়া ৯ ম্যাচের ৫টিতে জিতেছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার জয় ৪টি। এই পরিসংখ্যান পেছনে রেখেই কাল মুম্বাইয়ে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। অবশ্য বিশ্বকাপে দুই দলই সমানে সমান। মুখোমুখি ৪ ম্যাচে দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ।