শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
28 C
Dhaka
Homeরাজধানীসাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

প্রকাশ: সেপ্টেম্বর ৭, ২০২৫ ২:০৭

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত শামসুদ্দোহার নিজ রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শামসুদ্দোহা বিভিন্ন আর্থিক লেনদেনে চেক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রোববার দুপুরে তার রিসোর্টে অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ ছিল। তবে এবার সরাসরি চেক জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর