সোমবার, নভেম্বর ৩, ২০২৫
সোমবার, নভেম্বর ৩, ২০২৫
25 C
Dhaka
Homeরাজনীতিবিএনপি ফাঁকা রাখল কারাগারে মারা যাওয়া নাসিরউদ্দিন পিন্টুর আসন 

বিএনপি ফাঁকা রাখল কারাগারে মারা যাওয়া নাসিরউদ্দিন পিন্টুর আসন 

প্রকাশ: নভেম্বর ৩, ২০২৫ ৮:১৫

বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ঢাকা-৭ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এক সময় এই আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। আওয়ামী লীগের সময়ে কারাগারে মারা যানতিনি। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

আলোচিত এই আসনে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন দৌঁড়ে ছিলেন। তাদের মধ্যে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী সাবেক কমিশনার নাসিমা আক্তার কল্পনা, পিন্টুর ভাই অস্ট্রেলিয়া (ভিক্টোরিয়া) বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ মনি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন অন্যতম।

ঢাকা-৭ আসনটি বংশালের একাংশ, কোতোয়ালির একাংশ, চকবাজার, লালবাগ, হাজারীবাগে একাংশ ও কামরাঙ্গীরচরের ৫৫ ও ৫৬ ওয়ার্ড নিয়ে গঠিত৷

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর