বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
23 C
Dhaka
Homeখেলাসাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়ল লিটন দাস

সাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়ল লিটন দাস

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৫ ৭:৫৮

বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে নতুন ইতিহাস লিখলেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ষষ্ঠ ওভারের চতুর্থ বলেই দুষ্মন্ত চামিরাকে বাউন্ডারিতে পাঠিয়ে তিনি হয়ে গেলেন বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক।

এতদিন এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে। ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে সাকিব করেছিলেন ২ হাজার ৫৫১ রান। লিটন ২৩ রান পূর্ণ করতেই ছাড়িয়ে যান তাকে। এখন ১১৪ ম্যাচের ১১২ ইনিংসে লিটনের রান দাঁড়িয়েছে ২ হাজার ৫৫৬।

তবে রেকর্ড গড়ার পর বেশিক্ষণ ব্যাট হাতে টিকতে পারেননি তিনি। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ছক্কা মারতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পাতুম নিশাঙ্কার হাতে ধরা পড়েন। শেষ পর্যন্ত ১৬ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন লিটন।

এ দিন বল হাতে বাংলাদেশকে আরেকটি বড় অর্জন এনে দেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে তার উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৫০ উইকেটের রেকর্ডে সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে যান তিনি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর