বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
22 C
Dhaka
Homeখেলাসাকিবের পাশে দাঁড়ালেন বাঁহাতি পেসার মোস্তাফিজ

সাকিবের পাশে দাঁড়ালেন বাঁহাতি পেসার মোস্তাফিজ

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৫ ৮:০৭

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন মাইলফলক ছুঁলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এবার তিনি সাকিব আল হাসানের পাশে দাঁড়ালেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) এশিয়া কাপে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করার মাধ্যমে মোস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়ায় ১৪৯-এ। যা সাকিবের সমান।

তবে মজার বিষয় হলো, সাকিবকে ছাড়িয়ে কম ম্যাচে এই রেকর্ড স্পর্শ করেছেন মোস্তাফিজ। সাকিবের ১৪৯ উইকেট এসেছে ১২৯ ম্যাচ ও ১২৬ ইনিংসে, আর মোস্তাফিজ সমান সংখ্যক উইকেট নিয়েছেন মাত্র ১১৭ ম্যাচ ও ১১৬ ইনিংসে।

নিয়মিত স্লোয়ার, ইয়র্কার আর সুইং দিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করে আসা মোস্তাফিজ বাংলাদেশ দলে সবচেয়ে নির্ভরযোগ্য ফাস্ট বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই কৃতিত্ব শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যও এক উজ্জ্বল অধ্যায়।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর