শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
26 C
Dhaka
Homeবিনোদনআবারো বিয়ের ইঙ্গিত দিলেন মালাইকা

আবারো বিয়ের ইঙ্গিত দিলেন মালাইকা

প্রকাশ: অক্টোবর ১৩, ২০২৫ ১১:১৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা নানা বিষয়েই আলোচনায় থাকেন। তার সাবেক স্বামী আরবাজ খানের দ্বিতীয় স্ত্রীর মাতৃত্বের খবর সামনে আসার পর থেকেই নতুন গুঞ্জন শুরু হয়েছে, তবে এবার সেই গুঞ্জন ঘিরে আলোচনায় এসেছেন মালাইকা নিজেই। সম্প্রতি মালাইকা তার দ্বিতীয় বিয়ের সম্ভাবনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, যা এখন বলিউডে ‘হট টপিক’ হয়ে উঠেছে।

আলম, আরবাজ খানের স্ত্রী শুরা খান চলতি বছরের অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন। আর এই আনন্দের মুহূর্তে মালাইকার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে কিনা তা নিয়ে শুরু হয় গুঞ্জন। আর এই বিষয়টি নিয়ে সন্দেহ আরও বাড়ে মালাইকার এক রহস্যময় পোস্টের মাধ্যমে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এদিকে, মালাইকা সম্প্রতি ‘ঝলক দিখলা যা ১১’-এর বিচারক ছিলেন। সেখানেই জনপ্রিয় পরিচালক এবং কোরিওগ্রাফার ফারাহ খান মজার ছলে তাকে প্রশ্ন করেন, ২০২৪-এ মালাইকা, আপনি কি সিঙ্গল পেরেন্ট-কাম-অভিনেত্রী থেকে ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী হতে চলেছেন?

প্রশ্নটি শুনে প্রথমে মালাইকা কিছুটা বিস্মিত হয়ে হাসলেন এবং বলেন, এর মানে কী? আমাকে কি কাউকে কোলে নিতে হবে?

তবে পরবর্তীতে যখন প্রশ্নের আসল অর্থ বুঝতে পারেন, তিনি হাসিমুখে স্বীকার করেন, যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব।

এ সময় ফারাহ খান হাস্যরসাত্মকভাবে মন্তব্য করেন, কেউ আছে মানে? অনেকে আছে। তার এই মন্তব্যের উত্তরে মালাইকা চটুলভাবে বলেন, মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর