আলোচিত-সমালোচিত জাতীয় পার্টির এই নেতা এবার মনোনয়ন চেয়েও পাননি জাতীয় পার্টি থেকে। জাতীয় পার্টির রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে বিশেষ বিশেষ দিনে ছাপানো পোস্টারে দেখা যায় তার হাস্যোজ্জ্বল মুখ। ফলে জাতীয় পার্টির অন্যান্য নেতাদের ছাপিয়ে তিনি গণমাধ্যমের শিরোনাম হয়েছেন বিভিন্ন সময়।
পোস্টার বয় মিলন এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ও সংসদ নির্বাচনে অংশ নিলেও কখনো জয় লাভ করতে পারেননি।
ঢাকা-৭ আসনে জাপার মনোনয়ন চেয়েছিলেন তিনি। এবার তার জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে তারেক এ আদেলকে।
এ বিষয়ে মিলন বলেন, জাপার মনোনীত প্রার্থী তালিকায় আমার নাম নেই দেখে বিস্মিত হয়েছি। আমি নেতাদের সঙ্গে যোগাযোগ করছি।