শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeবিনোদনমনোনয়ন পাননি যে তারকারা

মনোনয়ন পাননি যে তারকারা

আপডেট: নভেম্বর ২৭, ২০২৩ ৩:২৯
প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৩ ৩:২৮

মনোনয়ন পাননি যে তারকারা

শমী কায়সার (ওপরের বাঁ থেকে), মাহিয়া মাহি, শাকিল খান, রোকেয়া প্রাচী, রুবেল ও সিদ্দিকুর রহমান।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শোবিজের একঝাক তারকা। এ তালিকায় ছিলেন বরেণ্য অভিনেতা-রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর, স্বনামধন্য অভিনেত্রী শমী কায়সার, রোকেয়া প্রাচী, গায়িকা মমতাজ, চিত্রনায়িকা সামসুন নাহার সিমলা, মাহিয়া মাহি, চিত্রনায়ক ফেরদৌস, শাকিল খান, রুবেল, গায়ক এসডি রুবেল ও সিদ্দিকুর রহমান সিদ্দিক। তবে এবার মাত্র তিন তারকা শিল্পীকে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ সময় দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ তালিকায় ঠাঁই পেয়েছেন বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী মমতাজ এবং চিত্রনায়ক ফেরদৌস।

এদিকে দল থেকে মনোনয়ন প্রত্যাশী তারকাশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এটা মেনে নিয়েছেন তারা। আসন্ন সংসদ নির্বাচনে দলের নির্বাচিত প্রার্থীর হয়ে প্রচারণায় অংশও নেবেন তারা।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরেণ্য অভিনেত্রী শমী কায়সার (ফেনী-৩), রোকেয়া প্রাচী (ফেনী-৩), সামসুন নাহার সিমলা (ঝিনাইদহ-১), মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), মাসুম পারভেজ রুবেল (বরিশাল-৩), শাকিল খান (বাগেরহাট-৩), গায়ক এসডি রুবেল (ঢাকা-৮), সিদ্দিকুর রহমান সিদ্দিক (ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১) মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর