শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
28 C
Dhaka
Homeআবহাওয়াবৃষ্টির সতর্কবার্তা,ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে

বৃষ্টির সতর্কবার্তা,ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে

আপডেট: অক্টোবর ২৪, ২০২৫ ১১:৪৪
প্রকাশ: অক্টোবর ২৪, ২০২৫ ১১:৪৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিনত হতে পারে এবং পরবর্তীতে পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৫-২৬ তারিখের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে পরিনত হতে পারে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই সতর্কবার্তা দিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সতর্কবার্তায় বলা হয়, সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে পরিনত হয়োর পর ২৭-২৮ তারিখ নাগাদ আরও পশ্চিম উত্তরপশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, এটি আগামী ২৮-২৯ তারিখের দিকে ঘূর্ণিঝড় হিসেবে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। তবে সিস্টেমটি সুগঠিত হওয়ার আগে আত্মবিশ্বাস এর সাথে আঘাত হানার স্থান সম্পর্কে বলা কঠিন। অর্থাৎ, বর্তমান পূর্বাভাসটি পরবর্তীতে পরিবর্তন হলেও হতে পারে।
এর প্রভাবে বাংলাদেশে একটি বৃষ্টিবলয় চালু হতে পারে। বৃষ্টি বলয়টির নাম হতে পারে আঁখি৷

বৃষ্টি বলয়টি আগামী ২৮ বা ২৯ তারিখে শুরু হয়ে প্রায় ২/৩ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে দেশব্যাপী চলতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রাথমিক আঘাত হানার স্থানের পর্যবেক্ষণ অনুযায়ী চট্টগ্রাম বিভাগের তুলনায় দেশের বাকি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর