শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
28 C
Dhaka
Homeবিনোদনসালমান শাহ যেদিন মৃত্যু বরন করেন,সেদিন পাশের বাসাতেই ছিলাম: দীপা খন্দকার

সালমান শাহ যেদিন মৃত্যু বরন করেন,সেদিন পাশের বাসাতেই ছিলাম: দীপা খন্দকার

প্রকাশ: অক্টোবর ২৫, ২০২৫ ৮:৫৫

সালমান শাহ, বাংলাদেশী চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র, যার অকাল প্রয়াণের পর তার জীবন ও মৃত্যু এখনও রয়ে গেছে রহস্যময়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শুধু ঢালিউডে নয়, বরং পুরো দেশজুড়ে।এবার এই শোকগাঁথায় যোগ দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি সালমান শাহর মৃত্যুর দিনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, সালমান শাহ যেদিন মারা যান আমি কিন্তু তার পাশের বাসাতেই ছিলাম। মানে তখন ইস্কাটনেই ছিলাম।

এরপর দীপা খন্দকার বলেন, আপনারা অনেকেই জানেন, আমি ১৯৯৪ সাল থেকে সালমান শাহর বাসার পাশেই ইস্কাটন গার্ডেনে থাকতাম। নায়কের মৃত্যুর খবর যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে তখন প্রথমবার জানতে পারি যে আমার বাসার পাশেই একজন সুপার হিরো থাকতেন।

উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।

অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর