শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ওপর ৩১ দফা মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন
শিক্ষার্থীদের আধুনিক ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘তোমরা মাদ্রাসা বা স্কুল- যেখানেই পড়াশোনা করো, মনে রাখতে হবে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে আধুনিক ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ হতে হবে। জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হতে হবে, কারিগরি শিক্ষায়ও হতে হবে পারদর্শী।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। যে হাদিসে ভালো, তাকে তুলে ধরতে হবে, যে খেলায় ভালো তাকে বড় করে সামনে আনতে হবে।’
তারেক রহমান বলেন, ‘খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন ৮০টিরও বেশি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের পুরস্কৃত করে একটি গুরুত্বপূর্ণ সামাজিক কাজ সম্পন্ন করেছে। আমাদের দেশে আরও অনেক শামসুল আলম ফাউন্ডেশন দরকার।’
তারেক রহমান আরও বলেন, ‘প্রিয় ছোট্ট বন্ধুরা, শিক্ষাকে তোমরা এমনভাবে কাজে লাগাও যাতে তা সমাজে ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তোমরা শুধু বাংলাদেশ নয়, বিশ্বেও সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, প্রেস উইং সদস্য সাইরুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিশিষ্ট অর্থনীতিবিদ ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুজ্জামান কাকন এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীনসহ অন্যান্যরা।
এই মেধা বৃত্তি পরীক্ষায় ১০ হাজার ২১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


