বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিষয়টি জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে। ১৫ তারিখ প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।
এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহের সুযোগ থাকবে দুইটি পদ্ধতিতে— অনলাইন ও অফলাইন।
১। অনলাইন পদ্ধতি : যে কেউ ওয়েবসাইটে (www.nomination.ncpbd.org) প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।
২। অফলাইন পদ্ধতি : মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুইভাবে— (ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে। (খ) এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।


