শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
18.2 C
Dhaka
Homeজীবনযাপনলিপস্টিক শুকিয়ে গেলে যা করবেন 

লিপস্টিক শুকিয়ে গেলে যা করবেন 

আপডেট: নভেম্বর ৭, ২০২৫ ৭:০০
প্রকাশ: নভেম্বর ৬, ২০২৫ ৮:১৭

নারীদের সৌন্দর্য দ্বিগুণ করতে লিপস্টিক কখনও ব্যর্থ হয় না। রঙের বাহারে প্রতিবার ঠোঁট হয়ে ওঠে নতুন করে রঙিন। মুহূর্তেই ত্বককে উজ্জ্বল করে তুলে লিপস্টিক। তবে মুশকিল হল লিকুইড লিপস্টিক শেষ না হলেও, তাঅনেক সময় শুকিয়ে যায়। সেটি ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না। শখের লিপস্টিক এ ভাবে নষ্ট হলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। তবে সমস্যার সমাধান আছে।

তার আগে অবশ্য জেনে রাখা দরকার, কেন লিপস্টিক শুকিয়ে যায় আর কী ভাবে রাখলে তা দীর্ঘ দিন ভাল থাকবে?

  •  লিপস্টিকের বোতলে বাতাস ঢুকে গেলেই তা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • বার বার ব্যবহার করলে বাতাস ঢুকে যাওয়ার ঝুঁকিও বেশি থাকে।
  • ব্যাগে রেখে চড়া রোদে ঘোরাঘুরি করলে তরল লিপস্টিক দ্রুত শুকিয়ে যেতে পারে। এমনকী গাড়িতে যেখানে রোদ আসে সেখানেও রাখা চলবে না।
  • কোনও কোনও লিপস্টিক তরল রাখার জন্য অ্যালকোহল-সহ বিভিন্ন রাসায়নিক মেশানো হয়। উদ্বায়ী পদার্থ উবে গেলেও এটি শুকিয়ে যেতে পারে।

ব্যবহার বিধিঃ-

লিপস্টিক অন্ধকার এবং শুকনো জায়গায় রাখা দরকার। ব্যাগে নিয়ে রোদে বেশি ঘোরাঘুরি না করাই ভাল।

কী ভাবে শুকনো লিপস্টকে তরল ভাব আনা যায়?

কাঠবাদামের তেল, নারকেল তেল, অলিভ অয়েল—যে কোনও একটি লিপস্টিকের বোতলে কয়েক ফোঁটা ফেলে দিন। ব্রাশের সাহায্যে তা ভাল করে মিশিয়ে নিন। এতেই কাজ হবে।

অথবা ঈষদুষ্ণ জলে লিপস্টিকের বোতল ৫ মিনিট ডুবিয়ে রাখুন। লিপস্টিকের ঢাকার অংশটি জলের বাইরে থাকবে। বাষ্পের প্রভাবে লিপস্টিকের আর্দ্র ভাব ফিরে আসবে।

লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে লিপবাম মেখে নিতে পারেন। শুকিয়ে গেলেও সেটি পরতে খুব একটা অসুবিধা হবে না।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর