গতকাল শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ভারোত্তোলনে পদক জিতেছেন তিনি। ৫৩ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশকে তিনটি ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন ভারোত্তোলক মারজিয়া।
শনিবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫৩ কেজি ওজন শ্রেণিতে মারজিয়া প্রথমে স্ন্যাচে ৭২ কেজি ওজন তোলেন। এরপর ক্লিন অ্যান্ড জার্কে ৯১ কেজি ওজন তুলতে সক্ষম হন। দুই লিফট মিলিয়ে তার মোট ওজন দাঁড়ায় ১৬৩ কেজি। তাতে প্রতিটি বিভাগেই তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন তিনি।
এই শ্রেণিতে প্রতিযোগিতা করেন আটজন নারী ভারোত্তোলক। ইভেন্টে মোট ১৮৮ কেজি ওজন তুলে স্বর্ণ জেতেন তুরস্কের জানসেল ওজকেন। আর রৌপ্য জিতেছেন ইন্দোনেশিয়ার বাসিলিয়া, ১৭৪ কেজি ওজন তোলেন তিনি।
বাংলাদেশ থেকে একইদিনে আরও দুই ভারোত্তোলক অংশ নেন। ৪৮ কেজি বিভাগে মোসাম্মত বৃষ্টি পঞ্চম স্থান ও ৬০ কেজি বিভাগে আশিকুর রহমান ষষ্ঠ স্থান অর্জন করেন।
এর আগে ২০২২ সালে তুরস্কে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে আর্চারি থেকে একটি রূপা ও দুটি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ এবং ২০১৭ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত আসরে শুটিং থেকে একটি করে সোনা, রূপা ও ব্রোঞ্জ এবং রেসলিংয়ে একটি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।
ইসলামিক সলিডারিটি গেমসের এবারের আসরে ৫৭ দেশের প্রায় ৩ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে ১০টি খেলায় অংশ নিচ্ছেন মোট ৩৬ জন অ্যাথলেট।


