রবিবার, নভেম্বর ৯, ২০২৫
রবিবার, নভেম্বর ৯, ২০২৫
29 C
Dhaka
Homeখেলাকিউবা মিচেল এখন জাতীয় দলে 

কিউবা মিচেল এখন জাতীয় দলে 

প্রকাশ: নভেম্বর ৯, ২০২৫ ৩:০৭

বাংলাদেশ জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে দীর্ঘ ধরে আলোচনায় রয়েছেন কিউবা মিচেল। বসুন্ধরা কিংসের হয়ে অভিষেক হলেও জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। তবে এবার অপেক্ষার প্রহর শেষ হলো মিচেলের, চলমান জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি। 

রোববার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান।পল্টনের জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ নভেম্বর রাত ৮ টায় নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর একই সময়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত।

এই দুই ম্যাচকে সামনে রেখে গত ৩০ অক্টোবর ১৫ ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু করেন ক্যাবরেরা। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে বসুন্ধরা কিংসের ডাক পাওয়া ১০ ফুটবলার যোগ দেন ক্যাম্পে। ২৭ জনের স্কোয়াডে থাকা হামজা চৌধুরী ও শমিত সোম এখনও দেশে আসেননি।

হামজার আসার কথা আগামীকাল। শমিত আসবেন দুদিন পর। আজ কিউবার সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে উঠেছেন ফর্টিস এফসির তরুণ ফুটবলার মোরশেদ আলী। দুজনকেই দেখা যাবে বসুন্ধরা কিংস অ্যারেনায় হতে যাওয়া প্রাকটিসে।

নতুন করে জাতীয় দলের ক্যাম্পে দুই ফুটবলারের ডাক পাওয়ার কারণ হিসেবে দলীয় সূত্রে জানা গেছে, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া ইনজুরিতে রয়েছেন। যে কারণে কিউবা ও মোরশেদকে ডাকা।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ নভেম্বর রাত ৮ টায় নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর একই সময়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর