রোগ পিছু ছাড়ছে না দীপিকার। মাস কয়েক আগে ছুরি-কাঁচির নিচে শুতে হয় তাকে। ফেলে দিতে হয় যকৃতের একটি অংশ। তবুও সুস্থতা সোনার হরিণ ভারতীয় টিভি পর্দার এ তারকার কাছে। বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে
ফের হাসপাতাল বাড়ি হয়ে উঠেছে দীপিকা কক্করের। এবার জানা গেল লিভারের কত অংশ নিয়ে বেঁচে আছেন দীপিকা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল জুলাইয়ে ‘টার্গেটেড থেরাপি’ শুরু হয়েছে তার। এর আগে এক পডকাস্টে তিনি জানিয়েছিলেন তার লিভার ক্যানসার ধরা পড়ে একটি সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে।
এরপর অস্ত্রোপচার হয় লিভারে। যকৃতের একটা অংশে ক্যান্সারের জীবানু বাসা বেঁধেছিল। বাদ দিতে হয় লিভারের প্রায় ২২ শতাংশ। যদিও দীপিকা সম্পূর্ণ সুস্থ হয়েছেন কি না সেটাও শিগগিরই জানা যাবে না। এখনও তার চিকিৎসা চলছে।
এদিকে অস্ত্রোপচারের পর থেকেই পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন অভিনেত্রী। তার কথায়, থাইরয়েড বেড়ে যাওয়ায় গত দুদিন ধরে মুখের ঘা-ও বাড়ছে।
অভিনেত্রী জানান, আরও দেড় বছর ‘টার্গেটেড থেরাপি’ চলবে তার।
এদিকে লাগাতার অসুস্থতায় উদ্বিগ্ন দীপিকা অনুরাগীরা। সহকর্মীরাও মর্মাহত। সামাজিকমাধ্যমে অনেকেই আরোগ্য কামনা করেছেন ছোটপর্দার এ অভিনেত্রীর।


