দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। জানা গেছে, তিনি ভিপি নুরুল হক নুরের
নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হতে পারেন।
বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও হিরো আলম জানিয়েছেন, তিনি এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হিরো আলম বলেন, সময় হলে সব কিছু জানাবো। তবে এটুকু বলতে পারি, এইবার আমি যে কোনো দলের হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবো। স্বতন্ত্র না। কয়েক দিনের মধ্যেই জানাতে পারবো কোন দলের হয়ে অংশ নিচ্ছি।
তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইতোমধ্যে হিরো আলম ও ভিপি নুরের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে, এমনকি নুরুল হক নুর হিরো আলমের অফিসেও সাক্ষাৎ করেছেন।
হিরো আলম নিশ্চিত করেছেন, তিনি এবার দুই আসন থেকে প্রার্থী হবেন- ঢাকা-১৭ ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)।
তিনি বলেন, এর আগেও আমি দুই আসন থেকে নির্বাচন করেছি। এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক আছে। কাল যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম, অনেকেই কল দিয়ে উৎসাহ দিয়েছেন। তখন ভাবলাম জনগণ তো চায় আমি নির্বাচন করি। তাহলে দুই জায়গা থেকেই করব না কেন? তাই সিদ্ধান্ত নিয়েছি দুই আসন থেকেই নির্বাচন করবো।
ঢাকা-১৭ আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থীর সঙ্গে। এর মধ্যে রয়েছেন আন্দালিব রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি), এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি ও আরও কয়েকটি দলের প্রার্থীও নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।
অন্যদিকে, বগুড়া-৪ আসনে বিএনপি থেকে মোশারফ হোসেন সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। এখানেও একাধিক রাজনৈতিক দলের প্রার্থী থাকবেন বলে ধারণা করা হচ্ছে।


