বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
24 C
Dhaka
Homeজীবনযাপনকোন কোন পেশা ঝুঁকি বেশি কিডনির জন্য

কোন কোন পেশা ঝুঁকি বেশি কিডনির জন্য

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৫ ৭:৪৬

নিয়মিত পরিশ্রম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও কিছু পেশায় দীর্ঘমেয়াদে কিডনির ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়।

কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল বের করে রক্তকে পরিষ্কার রাখে। কিডনি দুর্বল হলে শরীরে বিষক্রিয়াজনিত সমস্যার পাশাপাশি দীর্ঘস্থায়ী কিডনি রোগ (CKD) হতে পারে।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিম্নলিখিত পেশাগুলো কিডনির জন্য ঝুঁকিপূর্ণ:-

১. প্রচণ্ড গরমে কাজ:-
নির্মাণ, রাস্তা নির্মাণ, কারখানা বা চাষের কাজে প্রচুর ঘামের মাধ্যমে পানিশূন্যতা হয়, যা কিডনির ওপর অতিরিক্ত চাপ তৈরি করে।

২. রাসায়নিক বা বিষাক্ত ধোঁয়ায় কাজ:-
রঙ, ব্যাটারি, আঠা, ট্যানারি ইত্যাদি কারখানায় ব্যবহৃত রাসায়নিক পদার্থ শরীরে জমা হয়ে কিডনির ক্ষতি করতে পারে।

৩. ভারী ধাতুর সংস্পর্শে কাজ:-
সীসা, ক্যাডমিয়াম, পারদ জাতীয় ধাতু নিয়ে কাজ করার ফলে কিডনির ক্ষতির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

৪. উচ্চ চাপযুক্ত কাজ:-
ক্রমাগত মানসিক চাপ, রাতের শিফট, ঘুমের অভাব এবং অনিয়মিত খাবার কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব পরিস্থিতি রক্তচাপ ও বিপাক প্রক্রিয়াকে প্রভাবিত করে এবং কিডনিতে অতিরিক্ত চাপ তৈরি করে।

কিডনি সুরক্ষার জন্য করণীয়:-

গরম ও রোদে কাজ করলে প্রতি ২০–৩০ মিনিট অন্তর পানি পান করুন এবং মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন। লবণ ও খনিজ সমৃদ্ধ পানীয় গ্রহণ উপকারী।

রাসায়নিক সংস্পর্শে কাজ করার সময় মাস্ক, গ্লাভস এবং প্রতিরক্ষামূলক পোশাক ব্যবহার করুন। বায়ুচলাচল নিশ্চিত করুন এবং নিয়মিত কিডনি পরীক্ষা করান।

উচ্চ চাপযুক্ত কাজে নিয়োজিতরা পর্যাপ্ত ঘুম, বিরতি ও স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখুন।

বিশেষজ্ঞরা বলছেন, পেশার চাপ কমানো সম্ভব না হলেও স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে কিডনি দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব। সতর্ক থাকুন, নিয়মিত পরীক্ষা করুন, এবং নিজের যত্ন নিন।

 

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর