বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
24 C
Dhaka
Homeখেলারিশাদ ব্রেক-থ্রু এনে দিলেন বাংলাদেশকে 

রিশাদ ব্রেক-থ্রু এনে দিলেন বাংলাদেশকে 

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৫ ৮:০৬

বাংলাদেশের শুরুটা মন্দ ছিল না। তবে শরিফুলের এক ওভারেই যেন সব পুষিয়ে নেয় আয়ারল্যান্ড। আইরিশদের সেই উচ্ছ্বাস বেশি সময় স্থায়ী হতে দেননি তানজিম হাসান সাকিব। পাওয়ার-প্লেতে বাংলাদেশকে একমাত্রসাফল্য এনে দেন তিনি। পাওয়ার-প্লে শেষে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল আয়ারল্যান্ড। অবশেষে আইরিশ শিবিরে আবারও আঘাত হেনেছেন রিশাদ হোসেন।

ইনিংসের তৃতীয় ওভারে শরিফুলকে ৪টি চার মেরে আগ্রাসী ব্যাটিংয়ের আভাস দিচ্ছিলেন টিম টেক্টর। রানের চাকাও বাড়িয়ে নেন তিনি। পরের ওভারে তার সঙ্গী পল স্টার্লিংকে ফিরিয়ে আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। সাকিবকে বাউন্ডারি ছাড়া করতে গিয়ে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৮ বলে ২১ রান করেন স্টার্লিং।

এরপর উইকেটে এসে কিছুটা দেখেশুনে শুরু করেছেন হ্যারি টেক্টর। তবে সময়ের সঙ্গে সঙ্গে আইরিশদের দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এই দুজন। আগ্রাসী টিম টেক্টরকে ফিরিয়েছেন রিশাদ। অষ্টম ওভারে তানজিদ তামিমের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৯ বলে ৩২ রান করেছেন টিম টেক্টর।

আয়ারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে টপ অর্ডারের ভরসা হয়ে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। অধিনায়ক লিটন তো আছেনই। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। ফিনিশিংয়ে রিশাদ হোসেনেই ভরসা।

বল হাতে মুস্তাফিজুর রহমানের সঙ্গী তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। স্পিনে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন জুটি গড়বেন।

বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিস, জশ লিটল।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টেস্টের পর এবার মিশন টি-টোয়েন্টি। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর